মোড়েলগঞ্জে ইউপি চেয়ারম্যান রাজ্জাক মজুমদারকে সংর্বধনা

0
266

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়ন মটর ভ্যান-ইজিবাইক চালক সমিতিরি ৪র্থ বছর পূর্তী উপলক্ষে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারকে সংর্বধনা দেয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় পাঁচগাও বাজার হাইস্কুল মাঠে আয়োজিত এ সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ৬ষ্ট বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার।
সংগঠনের সভাপতি রাসেল হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, আ.লীগ নেতা রফিকুল ইসলাম, সালে আহম্মদ কাঞ্চন, আসাদুজ্জামান মজুমদার, কাজী ছরোয়ার হোসেন, যুবলীগ সভাপতি বদিউজ্জামান মজুমদার, ইউপি সচিব হালিম সরদার, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, আব্দুল জলিল খান, কামরুল হোসেন মুন্সী ও তাওহিদ হোসেন রাসেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মটর ভ্যান শ্রমীক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওলিউর রহমান শিকদার।
সভায় প্রধান অতিথি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে, সকলকে সোনার মানুষ হতে হবে। তাই সাংগঠনিক প্রক্রিয়ায় আত্ম কর্মসংস্থানের মাধ্যমে প্রত্যকে সঞ্চয়ী হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃবৃ দেশ আজ এগিয়ে যাচ্ছে। পঞ্চকরণ ইউনিয়ন মটর ভ্যান ইজিবাইক চালক সমিতিটি ক্ষুদ্র পরিসরে সৃষ্টি হয়েছিলো আজ এ শ্রমীকদের প্রতিদিনের ১০ টাকা সঞ্চয় থেকে ৭ লক্ষ টাকা জমা হয়েছে। ২ শতাধিক সদস্যর প্রত্যকের ব্যাংক একাউন্ড করা হয়েছে। এ অর্থ তারা তাদের কল্যান ফান্ডে নিজেদের সুবিধাঅর্থে ব্যায় করছেন। এ উপজেলার একটি আদর্শবান সঞ্চয়ী সংগঠন হিসেবে দৃষ্টান্ত রাখবে এ সংগঠনটি বলে তিনি বিশ্বাস করেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।