মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ও জিউধরা ইউনিয়নে প্রচন্ড রৌদ্রে নারী পুরুষের দীর্ঘ লাইন,

0
251

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের উপনির্বাচনে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। করোনা আতঙ্ক থাকলেও কেন্দ্রগুলোতে নারী পুরুষ সমানে সমান দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন ভোট প্রদানের জন্য। আওয়ামীলীগ প্রার্থী এ্যাড.আমিরুল আলম মিলন সকাল ৯ টায় আব্দুল আজিজ মেমোরিলায় বিদ্যালয়ে ভোট প্রদান করেন। জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী জিলবুনিয়া কেন্দ্রে ভোট প্রদান করেন। মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের উপনির্বাচনে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। করোনা আতঙ্ক থাকলেও কেন্দ্রগুলোতে নারী পুরুষ সমানে সমান দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন ভোট প্রদানের জন্য। সকাল সাড়ে ১০টায় নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীহের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। এ কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭১, পিজাইডিং অফিসার প্রভাষ কুমার মন্ডল ১০টা ৪০ মিনিটে জানিয়েছেন কাস্ট হয়েছে ১৭৫ ভোট।
অপরদিকে সকাল ১১ টায় জিউধরা ইউনিয়নের ৬৭ নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা ভোট প্রদান করেন। ভোটার রয়েছে ১৫৮৮, কাস্ট হয়েছে ৩৫০ ভোট। প্রচন্ড রোদের মাঝেও নারী পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। কথা হয় ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, স্বাধীনতার পরবর্তী থেকে এ আসনটি আওয়ামী লীগের জিউধরা ইউনিয়ন হচ্ছে ভোট ব্যাংক। বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী। একই সাথে জিউধরা ইউনিয়নের ভোট কেন্দ্র নং ৬৯ বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২৭৯২, দুপুর সোয়া ১২টায় কাষ্ট হয়েছে ৬৮০। ওই কেন্দ্রটিতে ভোটারদের দীর্ঘ লাইন একই চিত্র। আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান খান, ইউপি মেম্বর আব্দুল হাকিম মৃধা বলেন, নির্বাচনের চিত্রপট পাল্টে গেছে আজকে তার প্রমান। নারী ভোটাররা দীর্ঘ পথ হেটে এসে ভোট তার আঙ্খাকিত প্রার্থীকে ভোট দিচ্ছেন। একই ইউনিয়নের সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দেখা গেছে করোনা ভাইরাজ প্রতিরোধে হাত ওয়াস করে ভোট কেন্দ্রের বুথে যাচ্ছেন। ভোট দিতে আসা ৭নং ওয়ার্ড ইউপি মেম্বর মো. সাইদুর রহমান বলেন, করোনা আতংকে কিচুই নেই, ভেঅটাররা সচেতন যথেষ্ট। আশা করছি নৌকার বিজয় হবে। #