মোহাম্মদ নাসিমের মৃত্যুতে খুবি উপাচার্যের শোক প্রকাশ

0
241

খবর বিজ্ঞপ্তি:
সাবেক সফল স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার বেলা ১১ টা ১০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলীর পুত্র। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এক শোক বিবৃতিতে বলেন, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী চরমপন্থীদের আত্মসমর্পণে বাধ্য করেন এবং এই জনপদে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হন। তাঁর আমলে সন্ত্রাসী খুনী এরশাদ শিকদারের পতন হয় এবং তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়। ঢাকায় সন্ত্রাসীদের গডফাদার আসলাসমকে গ্রেফতারসহ দেশের বিভিন্নস্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করেন। এছাড়া তিনি একজন সফল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের রাজনীতিতে এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় বলিষ্ঠ এই রাজনীতিক ও সংগঠকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।