মোরেলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহে নানা প্রতিযোগীতা

0
525

 

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের বাচাই পর্বের অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনুপম রায় । সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা মাম্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানে ক্বেরাত, হামদ-নাত, বাংলা রচনা, বাংলা কবিতা , বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা ও তাৎক্ষনিক অভিনয় প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করেন।
এতে ক্বেরাত প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র মো. অলিউল্লাহ, ‘খ’ বিভাগে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাজমুস সাকিব, ‘গ’মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র মো. আবুল বাশার।
হামদ ও নাত প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র রাহাতুল ইসলাম, ‘খ’ বিভাগে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাহনুমা তাহসিন নদিয়া, ‘গ’ বিভাগে এসএম কলেজের ছাত্রী কারিনা আক্তার।
বাংলা রচনা প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয়ের অনিক সাহা, ‘খ’ বিভাগে একই বিদ্যালয়ের রিয়াজুল ইসলাম, ‘গ’ বিভাগে এমএম কলেজের নাজমুল হাসান তাজিম। বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রজ্ঞা দাস অর্না, ‘খ’ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া জাহান তাম্মী, ‘গ’ বিভাগে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী মারজান।
বিতর্ক প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী জান্নতুল বাঁধন রিচি, ‘খ’ বিভাগে দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয়ের তানভির হাসান শুভ, ‘গ’ বিভাগে এসএম কলেজের আরিফুল ইসলাম।
তাৎক্ষনিক অভিনয়ে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রজ্ঞা দাস অর্না, ‘খ’ বিভাগে রওশন আরা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শর্মী খানম, ‘গ’ বিভাগে এসএম কলেজের সামসুন্নাহার যুথি।
#