মোরেলগঞ্জে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের উদ্ধোধন

0
398

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার (১৯ নভেম্বর) অতিদরিদ্রের জন্য কর্মসৃজন কর্মসূচি ২০১৮-১৯ প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম অভিমুখে ইটের রাস্তার পাশের্^ মাটি ভরাটের এ কাজের মধ্যে দিয়ে এ প্রকল্পের উদ্ধোধন করেন সহকারী কমিশনার(ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাসির উদ্দিন জনান, চলতি অর্থ বছরে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে আওতায় মোরেলগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে সরকারিভাবে ২ কোটি ৮৬ লক্ষ ৪৫ হাজার ৬০৪ টাকার বরাদ্ধ হয়েছে। এ প্রকল্পে মোট ৩ হাজার ৩শ’ ৬৬ জন হতদরিদ্র ৪০ দিন কাজ করার সযোগ পাবে। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরনখোলা ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন হাওলাদার, ইউপি সদস্য মিলন মীর, আলমগীর হোসেন, প্রধান শিক্ষক সবুজ ফরাজী সহ এলাকার সুধিজন।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, তৃণমুল পর্যায়ের অতি দরিদ্র ও খেটে খাওয়া মানুষের সহযোগীতার জন্য এ প্রকল্প সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। বর্তমান সরকারের আমলে এ কর্মসূচি দীর্ঘ কয়েক বছর যাবত চলমান রয়েছে।