মেয়াদ উত্তীর্ণ কমিটিতে চলছে পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগ

0
146

পাইকগাছা প্রতিনিধি:
গঠনতন্ত্র লঙ্ঘন ও মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের কার্যক্রম। মেয়াদ শেষ হওয়ার পর বছর ঘুরে বছর এলেও হচ্ছেনা কোনো নতুন কমিটি। ২০১৮ সালের জুলাই মাসে মেয়াদ শেষ হয় বর্তমান পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগ কমিটির। এরপর পার হয়েছে আরো ২টি বছর! তবুও মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতারা বসে আছেন পাইকগাছা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদে। এতে করে নেতৃত্ব দেবার যোগ্যতা ও গুণাবলী থাকলে পদ জুটছে না বহু মেধাবী ছাত্র নেতার। ফলে পদ প্রত্যাশীরা হতাশ হয়ে পড়ে ক্রমেই রাজনীতির মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। জানা গেছে ২০১৭ সালের ২১ শে জুলাই ছাত্রলীগের তৎকালীন জেলা কমিটির সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও মুশফিকুর রহমান সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এস.এম. মশিউর রহমানকে সভাপতি এবং তানজিম মুস্তাফিজ বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদে কমিটি ঘোষনা করে জেলা ছাত্রলীগ। যাহা বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি। এদিকে অভিযোগ উঠেছে, পাইকগাছা উপজেলা ছাত্রলীগ সাংগঠনিকভাবে নিস্ত্রীয়। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হবার ৯০ দিনের মধ্যে নতুন কমিটি করার নির্দেশনা থাকলেও ২০২১ সালে এসেও তা এখনো কার্যকর করা হয়নি। এরমধ্যে সাবেক এ কমিটির পদধারী অনেক নেতাই ছাত্রলীগ করার শর্তাবলীর অনেক নিয়মই ভঙ্গ করেছেন। গঠনতন্ত্রের ৫ এর (ক) উপ-ধারা অনুযায়ী বিয়ে করলে সংগঠন ছাড়তে হয়। কিন্তু সম্প্রতি সাড়ম্বরে বিয়ে করে বসে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু সহ কমিটিতে থাকা অনেক নেতা। দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্র সংগঠন তাঁর স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাখাতের উন্নয়ন এবং ছাত্রদের অধিকার আদায়ে অতীতে ও বর্তমানে ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম। অথচ প্রায় চার বছর আগে কমিটির মেয়াদ ফুরালেও নতুন নেতৃত্ব পায়নি পাইকগাছা উপজেলা ছাত্রলীগ। সংগঠনের কার্যক্রম প্রায় নিস্প্রভ ও নিস্তেজ। এমন নাজেহাল অবস্থার অবসান ঘটাতে ছাত্রলীগের নতুন কমিটি চান পদপ্রত্যাশীরা। এবিষয়ে খুলনা জেলা ছাত্রলীগ এর সভাপতি পারভেজ হাওলাদার সাথে মুঠোফোনে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরেই পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।