মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

0
317

নিজস্ব প্রতিবেদক : নগরীর খালিশপুরে মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মোঃ রুবেল হোসেন মীর (২৫) নামে আরও একজন ট্যাংকলরী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তিনি মারা যান। এ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ এ।
গত ২০ আগস্ট খালিশপুরের মেঘনা তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ডিপোর মিটারম্যান শরিফ মোঃ কামাল হোসেন ও ট্যাংকলরী শ্রমিক মোঃ রাজু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় আরও ৭ জন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহতদের মধ্যে তেল ডিপোর মিটারম্যান মোঃ ইসমাইল হোসেন, মিটারম্যান মোঃ আনোয়ার হোসেন, ট্যাংকলরী চালক মীর রুবলে হোসেন, ডিপোর অস্থায়ী শ্রমিক আনোয়ার হোসেন আনু, ট্যাংকলরী চালক আঃ ওহাব ও টোটন ফিলিং স্টেশনের ট্যংকলরীর হেলপার মোঃ মোজাম্মেল হক, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক মোঃ এমদাদুল হকের ট্যাংকলরীর হেলপার মোঃ সুজন মিয়া। এর মধ্যে মিটারম্যান মোঃ ইসমাইল হোসেন, সুজন মিয়া ও রুবেল হোসেন মীরের অবস্থা আশংকাজনক থাকায় থাকায় তাদের ওই দিন হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়।
গত ২৫ আগস্ট ট্যাংকলরীর হেলপার সুজন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর মঙ্গলবার রুবেল হোসেন মীরের মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মিটারম্যান মোঃ ইসমাইল হোসেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে আনোয়ার হোসেন আনু, মোজাম্মেল হক, আঃ ওহাব। তবে মিটারম্যান ইসামাইল হোসেনের অবস্থাও সংকটাপন্ন।
রুবেল মীরের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজু। তিনি বলেন, মৃতদেহ তার পরিবারের লোকজন খুলনায় নিয়ে আসবে। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র তিন সদস্য তদন্ত কমিটি ৩ দিন খুলনা অবস্থান করার পর তারা অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য এবং আলমত সংগ্রহ করে ঢাকায় ফিরে গেছেন। এবার বিপিসির চেয়ারম্যান সরেজমিনে তদন্ত করতে আসবেন। আগামী দুই একদিনের মধ্যে তিনি খুলনায় আসছেন বলে মেঘনা তেল ডিপো সূত্রে জানা গেছে।