মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের ২টি সমুদ্রগামী জাহাজের উদ্বোধন

0
169

ঢাকা অফিস:
গত ১০ই মার্চ ২০২১ইং মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের ২টি সমুদ্রগামী টষঃৎধসধী উৎু ইঁষশ ঈধৎৎরবৎ এম.ভি মেঘনা প্রিন্সেস ও এম.ভি মেঘনা এডভেঞ্চার এর শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দর, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমোডর আবু জাফর মোঃ জালাল উদ্দিন (সি), পিসিজিএম, এনডিসি, পিএসসি, বিএন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোস্তফা কামাল, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ। নদী ও সমুদ্রপথে পণ্য পরিবহনের সুবিধার্থে ৮টি সমুদ্রগামী জাহাজ সহ প্রায় ১৪৫টি জাহাজের বিশাল বহরের পাশাপাশি সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত ২টি আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার এম.ভি মেঘনা প্রিন্সেস ও এম.ভি মেঘনা এ্যাডভেঞ্চার সংযুক্ত হলো। এর প্রতিটি জাহাজ প্রায় ৬৩ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন। জাপানের বিখ্যাত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ঙঝঐওগঅ ঝঐওচইটওখউওঘএ ঈঙ. খঞউ কর্তৃক জাহাজ ২টি নির্মিত। জাহাজ নির্মাণে এ কোম্পানীর সুনাম সারাবিশ্বে সমাদৃত। এ ধরনের বাল্ক ক্যারিয়ারের প্রতিটিতে প্রায় ২১ জন নাবিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। উপরন্তু ঈযধৎঃবৎবফ ঠবংংবষ এর তুলনায় খড়বিৎ ঋৎবরমযঃ এর সুবিধা নিজস্ব মালিকানাধীন জাহাজ পেয়ে থাকে বিধায় এর সামগ্রিক প্রভাব পণ্যে পড়ে থাকে। এতে পণ্যের প্রতিযোগিমূলক মূল্য বজায় থাকে। তাছাড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিশ্ব দরবারে আমাদের মর্যাদা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে।