মূল্যবৃদ্ধির প্রতিবাদে এমপিদের পেঁয়াজ বিক্ষোভ

0
391

খুলনাটাইমস বিদেশ : ভারতের আম আদমি পার্টির পর পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভ করেছেন কংগ্রেসের সংসদ সদস্যরা (এমপি)। বৃহস্পতিবার সংসদ চত্বরে ঝুড়িতে পেঁয়াজ নিয়ে রাস্তায় বসে এমন বিক্ষোভ করেন তারা। সাড়ে তিন মাস পর হাজত থেকে বেরিয়ে আসার একদিন পরই ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমও এই বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, ‘এই সরকার আমার কণ্ঠ রুখতে পারবে না।’ প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সাংসদরা। মুদ্রাস্ফীতিতে পেঁয়াজের মার, নীরব কেন মোদি সরকার; কি রকম এই মোদি রাজ, ব্যয়বহুল রেশন, দামি পেঁয়াজ লেখা ও পেঁয়াজের ছবি সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেন তারা। তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায় প্রতিবাদ করে বলেন, ‘মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা যেখানে ৮ থেকে ১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে, সেখানে সাড়া দেশে এরকম ১০০ টাকা দেড়শ টাকা কেজি পেঁয়াজের দাম! আমার কাছে খবর আছে এবং খবরের কাগজেও বেরিয়েছে যে মালদহ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর পেঁয়াজ যাচ্ছে। তাদের নাকি রপ্তানির সমস্ত কাগজপত্র থাকায় পুলিশ কিছু করতেও পারছে না।’ তিনি বলেন, ‘এই সরকার চোরাকারবারিদের প্রশ্রয় দিচ্ছে, মজুতদারদের প্রশ্রয় দিচ্ছে বলে আজকে দেশে পেঁয়াজের এই অবস্থা। এর বিরুদ্ধে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা প্রয়োজন।’ এর আগে গত মঙ্গলবার পেঁয়াজের মালা পড়ে সংসদ চত্বরে বিক্ষোভ করেন আম আদমি পার্টির (এএপি) নেতারা। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা বিদেশ থেকে ১ লাখ ২০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে। মিসর থেকে ৬ হাজার ৯০ টন পেঁয়াজ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে পৌঁছার কথা রয়েছে। সম্প্রতি তুরস্কের কাছ থেকেও ১১ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।