মুসলিম হল ইনস্টিটিউট আইয়ুব বাচ্চুর নামে হবে: চট্টগ্রাম সিটি মেয়র

0
413

অনলাইন ডেস্কঃ সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহের পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি-যুগান্তর

চট্টগ্রামের মুসলিম হল ইনস্টিটিউট কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি শিল্পীর নানার বাড়িতে মরদেহ হস্তান্তরের সময় মেয়র এ কথা জানান।

তিনি বলেন, আইয়ুব বাচ্চুর চট্টগ্রামের সম্পদ ছিলেন। দেশকে তিনি অনেক কিছু দিয়েছেন। এখন আমাদের দেয়ার পালা।

মেয়র বলেন, চট্টগ্রামে অবস্থিত মুসলিম হল ইনস্টিটিউট আইয়ুব বাচ্চুর নামে নামকরণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

নাছির উদ্দীন বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর পেয়ে আমি খুবই ব্যথিত। তার মরদেহ গ্রহণ করার জন্য আমি বিমানবন্দরে গিয়েছিলাম।

লাশ গ্রহণ করে আইয়ুব বাচ্চুর মামা আবদুল আলিমের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আইয়ুব বাচ্চুর জানাজা ও লাশ দাফন পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ব্যবস্থা করবে বলে জানান মেয়র।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় আইয়ুব বাচ্চুর মরদেহ।

চট্টগ্রাম নগরীতে জানাজা শেষে আইয়ুব বাচ্চুর নানাবাড়ি চট্টগ্রামের মাদারবাড়িতে নিয়ে যাওয়া হয় জনপ্রিয় এই সংগীত শিল্পীকে।

সেখানে কিংবদন্তি এই শিল্পীকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে জানাজা ও দাফনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেইন।

বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ নামাজে জানাজা। জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রুপালী গিটারের এ যাদুকর।

বিকালে আইয়ুব বাচ্চুকে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই শায়িত করা হবে ।