মুসলমানদের নির্ভুলভাবে হজ্বব্রত পালনে খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশন গুরুত্বপূর্ন ভ‚মিকা রাখছে-মেয়র

0
146

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠযোষক তালুকদার আব্দুল খালেক বলেছেন ধর্মপ্রাণ মুসলমানদের নির্ভুলভাবে হজ্বব্রত পালনে খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশন গুরুত্বপূর্ন ভ‚মিকা রাখছে। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে এই সংগঠনটি অবদান রাখায় হজ্ব পালনে ইচ্ছুক মুসলিম নর-নারীগণ বিশেষভাবে উপকৃত হচ্ছে। পাশাপাশি সুন্দর সমাজ গঠনে সংগঠনটিকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি বলেন বর্তমান বিশ্ব করোনা মহামারীর কবলে পড়েছে। সকল দেশ আজ সংকটের মুখে। এই সংকট মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে সচেতন করে তুলতে হবে। সিটি মেয়র শনিবার সকালে জেলা আইনজীবী সমিতি মিলানায়তনে হাজ্বী সমাবেশ ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশন এ সমাবেশের আয়োজন করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা হাজ্বী কল্যাণ ফউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শেখ মুহাম্মদ সাহেব আলী, পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ফুরফুরা শরীফের খলিফা আলহাজ্ব মাওলানা আবুল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যগণ এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।