মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কেসিসি’র

0
203

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় ও ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কেসিসি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল নগর ভবন, শহীদ হাদিস পার্ক, ওয়ার্ড কার্যালয়সহ নগরীর গুরত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোক সজ্জা, সকাল ৭ টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর নেতৃত্বে গল্লামারী স্মৃতিসৌধে পূষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ৯ টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯.১৫ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, এবং বিকাল ৪ টায় খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি ও জেলা প্রশাসন এর মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইত্যাদি। অনুষ্ঠানে সিটি মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কেসিসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন। এই যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হন ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রম লুন্ঠিত হয়। একসাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তিনি বলেন আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়েছে, এই সুবর্ণ জয়ন্তীতে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর পদাঙ্ক অনুসরণ করে তাঁরই সুযোগ্য কন্যা দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশ আজ উন্নয়শীল দেশে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হবে। কেসিসির কাউন্সিলর মোঃ মুনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ গোলাম মাওলা শানু, শেখ মোহাম্মদ আলী, মোঃ ডালিম হাওলাদার, এম ডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, শেখ শামছুদ্দিন আহমেদ প্রিন্স, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কউন্সিলর কনিকা সাহা, মাজেদা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, সচিব মোঃ আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলমসহ কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। খুলনা সিটি কর্পোরেশনরে মেয়র তালকুদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।