মায়ের মৃত্যুবার্ষিকীতে জানভির আবেগঘন পোস্ট

0
301

খুলনাটাইমস বিনোদন: ভারতের প্রথম নারী সুপারস্টার হিসেবে খ্যাত অভিনেত্রী শ্রীদেবী। মাত্র চার বছর বয়সে অভিনয় শুরু করেন। এরপর রুপালি জগতে দাপটের সঙ্গে কাজ করেছেন। ভক্তদের মনে তৈরি করে নেন শক্ত আসন। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান শ্রীদেবী। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। শ্রীদেবীর দুই মেয়ে জানভি ও খুশি কাপুর। এর মধ্যে মায়ের পথ ধরে চলচ্চিত্রে নাম লেখিয়েছেন জানভি। শোনা যাচ্ছে, খুশিও প্রস্তত হচ্ছেন। মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট দিয়েছেন জানভি। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, ছোট জানভি মাকে জড়িয়ে আছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, প্রতিদিনই তোমাকে মনে পড়ে। ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবী। নায়ক ছাড়া বক্স অফিস হিট সিনেমা উপহার দিতে সক্ষম এমন ভারতীয় অভিনেত্রীদের একজন ছিলেন তিনি। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারে বাথরুমের বাথটাবের পানিতে দম আটকে মৃত্যু হয় এ অভিনেত্রীর। ননদের ছেলের বিয়েতে অংশ নিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী।