বরফ গলছে চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কের

0
402

খুলনাটাইমস বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন এবং যুক্তরাষ্ট্র খুব শিগগিরই প্রথম পর্যায়ের তথাকথিত একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবে। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের এই ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, আমরা এই বাণিজ্য চুক্তির বিষয়ে একটি যুগান্তকরী পদক্ষেপ নিতে যাচ্ছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষর করবো। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির এ দুই দেশের মধ্যে গত কয়েকমাস ধরে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা চলছে। চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার ধাক্কা বিশ্ব বাজারে ব্যাপক প্রভাব ফেলে। এই বাণিজ্য যুদ্ধের অবসানে চলতি মাসের শুরুর দিকে দুই দেশের পক্ষ থেকে প্রথম পর্যায়ের একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়া হয়। নতুন এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের খামারজাত পণ্য কেনার বিনিময়ে চীনের কিছু পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করা হবে। গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন বলেছিলেন, আগামী বছরের জানুয়ারিতে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে পারে। তিনি বলেন, এই চুক্তির প্রাথমিক কার্যকলাপ নিয়ে কাজ শুরু হয়েছে। চুক্তিটির কৌশলগত কিছু বিষয়ের কাটছাঁট চলছে।