মানুষের মুখে হাসি ফোটাতে ঘের দখলের বিরুদ্ধে কথা বলেছি : সিটি মেয়র

0
291

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্ভোধন করেন রামপাল উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব। বৃহস্পতিবার সকাল ১১ রাজনগর ইউনিয়ন পরিষদ চত্তরে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হবার পর ৯১ সালে বলেছিলাম জমি যার ঘের তার। আমরা তখন ক্ষমতায় যেতে পারিনি,ক্ষমতায় গিয়েছিলো সেই জামাত বিএনপি । এই এলাকার মানুষের ঘের ভেড়ি দখল করে মাছ চাষ করা হতো। হারির একটা টাকাও দেয়া হয়নি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে তাদের ঘের জবরদখলের বিরুদ্ধে কথা বলেছি বলে মন্তব্য করেছেন খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক। তনি আরো বলেন, জামাত বিএনপির শাসনামলে এই অঞ্চলের মা বোনদের জীবনের কোনো নিরাপত্তা ছিলোনা। এখন সেসব সন্ত্রাসী কর্মকান্ড নেই। সেই সময়ের শাসকগোষ্ঠির নেতারা খালে বাঁধ দিয়ে মাছ চাষ করেছে,তাই বড় বড় নদীগুলো ক্ষতিগ্রস্থ হয়েছিলো। আমরাই নদীগুলোর সংস্কার করেছি। রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ হান্নান ডাব্লু এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিখিল রজ্ঞন রায় এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আবু সাইদ, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ মোতাহার হোসেন,সাধারন সম্পাদক জামিল হাসান জামু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, শেখ মোঃ আবু হানিফ, মাখন লাল সরকার,শেখ আলাউদ্দিন, হাওলাদার হাফিজুর রহমান,অসীত বরন কুন্ডু,আবুল কালাম আজাদ সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে আঃ হান্নান ডাব্লুকে সভাপতি ও নিখিল রজ্ঞন রায় কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এরপর বিকাল ৩ টায় হুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষির সম্মেলনে যোগ দেন সিটি মেয়র।