মানবপাচার মামলায় সংগীতশিল্পী ইভার জামিন

0
119
মানবপাচার মামলায় সংগীতশিল্পী ইভার জামিন

টাইমস বিনোদন: মানবপাচারের অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সংগীতশিল্পী ইভা আরমান (ইভা রহমান)। গতকাল মঙ্গলবার বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চে তার জামিন মঞ্জুর করেন। ছয় সপ্তাহ পরে নারী ও শিশু আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ইভা আরমানের আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। ইভা আরমানের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী। এবিএম আলতাফ হোসেন বলেন, স¤প্রতি গুলশান থানায় ইভা আরমানের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়। এ মামলার জামিন আবেদনের ওপর শুনানি হয়। সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তাদের বিচ্ছেদের পর এ নামে আর নিজেকে পরিচিত করতে চান না ইভা। এরপর সোহেল আরমান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। এরপর থেকে তিনি নিজেকে ইভা আরমান নামে পরিচয় দেন।