মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে তিনজনকে ৬ মাসের কারাদন্ড

0
400

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণের দায়ে তিনজনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন এ দ- প্রদান করেন। এসময় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, পরিদর্শক পারভীন আক্তার, গোয়েন্দার স্টাফ, পুলিশ এবং এপিবিএন এর টিম উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের ফকিরহাট থানার লখপুর বাজারের মৃত সুরেন্দ্রনাথ দাস’র ছেলে কার্তিক দাস (৫২), জাড়িয়া কাহার ডাঙ্গা এলাকার মৃত নূর মোহাম্মদ’র ছেলে মোঃ জাকির হোসেন (৩৮) ও ইব্রাহীম শেখ’র ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ফকিরহাট থানাধীন বিভিন্ন স্থানে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে। এসময় কার্তিক দাস ও মোঃ জাকির হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মোঃ হাফিজুর রহমানের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং তাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।