মহেশ্বর পাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চে ৪ শিক্ষকের চাকুরীচ্যুত করার প্রতিবাদে সভা

0
359

খানজাহান আলী থানা প্রতিনিধি: খ্রিস্টান সম্প্রদায়ের মহেশ্বর পাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ এর বিশপজন হীরা’র সৈরাচারিতার ও ৪ শিক্ষকের চাকুরীচ্যুত করার প্রতিবাদে প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ৩টায় মহেশ্বর পাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ এর বিশপজন হীরা’র কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ্চ এর সদস্যরা ৫দফা দাবীতে কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ্চ বাঁচাও আন্দোলন সংগ্রাম কমিটির উদ্যোগে গত ১৫ জানুয়ারী খেকে ৫ দফা দাবীতে আন্দোলন চালিয়ে আসছিল এবং মন্ত্রী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে মহেশ্বরপাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ্চে বিশপজন হীরা’র একনায়কতন্ত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আকস্মিকভাবে গত ২৩ জানুয়ারী স্কুলের প্রধান শিক্ষক এডিসন হীরা, শিক্ষক যোশুয়া মজুমদার, শিক্ষক বাদলবালা, শিক্ষক যোনা ফলিয়াদেরকে চাকুরীচ্যুৃত করা হয়। ৪শিক্ষকের চাকুরী পুনর্বহালসহ ৫ দফা দাবীতে চার্চ্চ বাচাও আন্দোলন সংগ্রাম কমিটির রবিবার বেলা ৩টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সংগ্রাম কমিটির আহ্বায়ক যোশুয়া মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডিসন হীরা’র পরিচালনায় বক্তৃতা করেন অমিত গাইন, শমুয়েল গাইন,অমিয় গাইন, ডেবিট রোম,জুয়েল বালা,অলিরায়,মায়া হালদার, জেম্স রায়,হ্যাপি বৈরাগী, লীজা রায় ,সলমন বৈরাগী, লিটন মোন্ডল, মিসেস শুভাসিনি হালদার, বাদল বালা, কালেব মজুমদার প্রমুখ।