মম’র কন্ঠে অনুরূপ আইচের গান মুজিব বর্ষ

0
428

খুলনাটাইমস বিনোদন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশ নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা গান নিয়ে হাজির হচ্ছেন শিশুশিল্পী আতিকা রহমান মম। সংগীত পরিচালক ও সুরকার রাজন সাহার সুর ও সংগীতে ইতোমধ্যে গানটির রেকর্ড সম্পূর্ণ হয়েছে। “মুজিব বর্ষ” শিরোনামে মম’র এই গানটি ভিডিওসহ প্রকাশ করবে বাজনাবিডি। এ ব্যাপারে গীতিকার অনুরূপ আইচ বলেন, ‘মুজিববর্ষ নিয়ে আমার গান “মুজিব বর্ষ” খুব ভালো গেয়েছে আতিকা রহমান মম। আর এই গানটিকে শুধু গান বললে ভুল হবে। এটি স্লোগানের মতোই বুকে গেঁথে রবে আশা করি। এই গানের তালে সবার নাচার উপক্রম হবে।’ তিনি আরও বলেন, ‘জাতির পিতাকে নিয়ে গান লিখতে পারা যে কোনো গীতিকারের জন্য সম্মানের ও সৌভাগ্যের ব্যাপার। আমি শুধু চাই, আমার লেখা এই গান প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাক। এই গান শুনলেই তিনি অবশ্যই পছন্দ করবেন বলে আত্মবিশ্বাসী আমি।’ এ বিষয়ে সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘আতিকা মম শিশুশিল্পী হলেও খুব ভালো গান গেয়েছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। তার কণ্ঠে অনুরূপ আইচ দাদার এই গান যে একবার শুনবে, তারই ভালো লেগে যাবে।’ আতিকা রহমান মম বলেন, অনুরূপ আইচ আংকেলের গান আমি আগেও গেয়েছি। তবে বঙ্গবন্ধুকে নিয়ে ‘মুজিব বর্ষ’ গানটি গাইতে পেরে খুব ভালো লাগছে।