‘মন খারাপের হাওয়া’ অ্যালবাম নিয়ে হাজির মাহবুব রিয়াজ

0
245

খুলনাটাইমস বিনোদন: গানের অ্যালবামের কথা এখন হয়তো ভুলেই গেছেন মানুষজন। এখন সিডি প্রকাশ হয়েছে এমন খবর শুনলেই চমকে ওঠা ছাড়া উপায় নেই। কিন্তু কণ্ঠশিল্পী মাহবুব রিয়াজ সে ঘটনা ঘটালেন। সম্প্রতি এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশ করলেন। অ্যালবামের নাম ‘মন খারাপের হাওয়া’। এখানে ক্লাসিক ঘরানার ৬ টি গান রয়েছে। গানগুলো শ্রোতাদের হারানো গানের স্বাদকে ফিরিয়ে দেবে বলে মনে করেন সঙ্গীতশিল্পী মাহবুব রিয়াজ। তিনি বলেন, ‘এখন গান নিয়ে শ্রোতাদের অনেক অভিযোগ। ভালো গান হয় না বলে দাবি করেন তারা। তার ভিড়েও অনেকে ভালো গানের চেষ্টা করে যাচ্ছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা। সেইসঙ্গে আমিও শ্রোতাদের অনুরোধ করবো আমার গানগুলো শুনে দেখুন। আপনাদের এই সময়ের গান ভালো লাগে না ঠিক আছে কিন্তু সামান্য সময় খরচ করে ‘মন খারাপের হাওয়া’ অ্যালবামের অন্তত দু’টো গান শুনুন।’ গত ২২ ফেব্রুয়ারি অ্যালবাম প্রকাশ উপলক্ষে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় অনুষ্ঠান। আমরা সূর্যমুখীর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে মাহবুব রিয়াজ গেয়ে শোনান প্রিয় গানগুলো। যেখানে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী কিংবা কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী গৌতম ঘোষালরা মঞ্চের সামনে মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন মাহবুবের পরিবেশনা। উপস্থিত ছিলেন শুদ্ধধারার সংগীত শিক্ষক সঞ্জীব দে, অভিনেত্রী শম্পা রেজা, নাজমুল হক ভূঁইয়া খালেদ ও বশফিকুল ইসলাম সেলিম। জানা গেছে, অ্যালবামের সকল গানের কথা লিখেছেন গৌতম ঘোষাল, সুর ও সঙ্গীতও কলকাতার স্টুডিওতে বসে করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই সঙ্গীতজ্ঞ। গানগুলোকে অনলাইনে প্রকাশ করেছে জি সিরিজ ক্ল্যাসিক।