‘মনপুরা’ জুটি দিয়ে শুরু হলো বাঘ বন্দি সিংহ বন্দি

0
188

টাইমস বিনোদন:
গিয়াস উদ্দিন সেলিম, নূরুল আলম আতিক, অমিতাভ রেজা, অনিমেষ আইচ ও আবু শাহেদ ইমনÑএই পাঁচ নির্মাতাকে এক সুতোয় বেঁধেছে দেশের আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম বিনজ্। তারা নির্মাণ করেছেন পাঁচ পর্বের সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’। যেখানে উঠে আসবে করোনাকালে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, জীবিকা, সামাজিক অবস্থান, শারীরিক ও মানসিক বিপর্যয়ের অভিজ্ঞতাগুলো। সিরিজটির শুরুটা হলো ‘মনপুরা’ জুটি সেলিম-চঞ্চলের ‘যাত্রী’ দিয়ে। এটি উন্মুক্ত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিনজ্-এ। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, তার এই নির্মাণে দেখা যাবে, হাসিমুখে সব কাজ করেন অ্যাপার্টমেন্টের সবার প্রিয় ৬০ বছরের দারোয়ান মতি। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হলে তার থেকে সবাই মুখ ফিরিয়ে নেয়। তবে তাকে হাসপাতালে নেয়া অ্যাম্বুলেন্স চালক হাসান অজানা, অচেনা এই মতির প্রতি মায়া অনুভব করেন। তিনি মতিকে নিজের মেসে রাখেন, করোনাভাইরাসের টেস্ট করান এবং হাসপাতালে ভর্তির চেষ্টা করেন। কিন্তু তিন দিনের মধ্যেই মারা যান মতি। হাসান একাই মতির দাফন-কাফনের কাজও সারেন। এমনকি নিজের তিন দিনের আয়ের টাকাও মতির স্ত্রীর হাতে তুলে দেন। এর মূল চরিত্র মতি দারোয়ানের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আরও আছেন শ্যামল মাওলা, রামিশা নীলা, আহসানুল হক মিনু প্রমুখ। বিনজ্ অ্যাপের পক্ষ থেকে রেড ডট ডিজিটালের মার্কেটিং লিড নূর ঈ তাজরিয়ান খান বলেন, ‘‘বিনোদনের মাধ্যমে করোনাকালীন সামাজিক ও মানবিক বিপর্যয়ের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতার বাস্তব চিত্র তুলে ধরা এবং জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে দেশের পাঁচ জন বিশিষ্ট পরিচালক নির্মিত পাঁচটি শর্টফিল্মের মাধ্যমে। তারই শুরুটা হলো ‘যাত্রী’ দিয়ে।’’ সিরিজের অন্য চলচ্চিত্রগুলোর মধ্যে ৫ অক্টোবর উন্মুক্ত হবে অনিমেষ আইচের ‘মুখ আসমান’, ৯ অক্টোবর নুরুল আলম আতিকের ‘নিষিদ্ধ বাসর’, ১৩ অক্টোবর অমিতাভ রেজা চৌধুরীর ‘এসো বসে একসাথে খাই’ এবং ১৭ অক্টোবর আবু শাহেদ ইমনের ‘আড়াই মণ স্বপ্ন’। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনজ্ অরিজিনাল কনটেন্ট উপভোগ করতে দর্শকদের গুগল প্লে স্টোর থেকে বিনজ্ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। দিনে ১০ টাকা, সপ্তাহে ৪০ টাকা এবং মাসে ৯৯ টাকা করে তিনটি সাবসক্রিপশন প্যাকেজ রয়েছে অ্যাপটির।