মংলায় মুক্তিযোদ্ধাদের স্বরনে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

0
417

প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসুচি মংলায়ও পালন করা হয়েছে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে মংলার শিক্ষা প্রতিষ্ঠানেও এটি পালন করা হয়। বুধবার সকালে মংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপণ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার।
বুধবার সকাল সাড়ে ১১টায় বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার-উল-কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, মংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। অন্যদিকে মংলা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন, কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী প্রমূখ। উল্ল্যেখ্য মংলা উপজেলায় ১১৫টি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার গাছের চারা একযোগে রোপণ করা হয়।

খ।