মংলায় গত ২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নী কুমিরের আক্রমনে নিখোজ জেলের লাশ

0
470

মংলা প্রতিনিধি:
মংলায় সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের আক্রমনে নিখোজ জেলের লাশ গত ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনী। শনিবার রাত ১২টা পর্যন্ত কোষ্টর্গাড,নৌ-পুলিশ, বন বিভাগ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে না পেয়ে ফিড়ে আসে। পুনরায় গতকাল সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে তারা। দিনভর উদ্ধারকাজ চালিয়ে জেলের লাশ না পেয়ে ব্যাথ হয়ে ফিড়ে আসছে উদ্ধারকারীরা।
গত ৪ জুলাই চাদঁপাই ষ্টেশন থেকে সুন্দরবনের নদীতে মাছ ধরার জন্য পাশ পারমিট নেয় চিলা এলাকার নজির মৃধা নামের এক জেলে। শনিবার দুপুরে শ্যালা নদীতে ভাটি লাগার সাথে সাথে লঞ্চঘাটের আশ পাশে নজিরসহ বেশ কিছু জেলে মাছ ধরছিল। সারাদিন পর হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নজির মৃধা (৫৬) নামের এক জেলেকে কুমিরে আক্রমন করছে বলে অন্য জেলেরা জানায়। তার পরেই বন বিভাগের কর্মীরা অনেক খোজা খুজি করে না পেয়ে র্ব্যাথ হয়ে ফিড়ে আসছে। পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শাহিন কবির জানায়, উপজেলার দক্ষিন চিলার মকবুল মৃধার পুত্র জেলে নজির মৃধা শ্যাল নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরে আক্রমনে নিখোজ হয়। মুহুর্তের মধ্যে কুমির জেলেকে পানির নিচে নিয়ে যায়। নিকটবর্তী অন্য জেলেদের মাধ্যমে খবর পেয়ে চাদঁপাই ষ্টেশনের বন রক্ষিরা তাকে উদ্ধারের জন্য খোজা-খজি শুরু করে। কিন্ত গভীর রাত হওয়ার কারনে কুমিরের মুখ থেকে তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নী। তবে অন্য জেলেদের মুখে শুনতে পেরেছি বেশ কয়েকবার কুমিরের মুখে দেখা গেছে জেলে নজিরকে, পানির নিচে চলেগেলে আর দেখা যায়নী। গতকাল সকাল থেকে কোষ্টগার্ড,পুলিশ,বন বিভাগ ও স্থানীয় জেলেদের সহায়তায় দিনভর অনেক খোজা-খুজি করা হয়েছে কিন্ত কোন সন্ধান পাওয়া যায়নী। তবে কুমির আক্রমনে নিখোজ জেলেকে লাশ উদ্ধারের এখনও চেষ্টা চলছে বলে জানায় এ কর্মকর্তা।