ভেঙে পড়ছে পাকিস্তানের আইন-শৃঙ্খলা

0
140

টাইমস বিদেশ: কাউন্টার ইন্টেলিজেন্স বা প্রতি-গোয়েন্দা কার্যক্রমে ব্যর্থতার ফলে পাকিস্তানের আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম লাকমাত। শুক্রবার তারা এ কথা জানায়। খবরে বলা হয়, সা¤প্রতিক হামলার ঘটনাটি দেশে সন্ত্রাসীদের পুনরুত্থান ঘটার সুস্পষ্ট ইঙ্গিত। গত বুধবার সিন্ধু প্রদেশের পয়ঃনিষ্কাশন বোর্ডের গাড়িতে থাকা এক চীনা যাত্রীকে গুলি করে আহত করা হয়েছে। আবার শনিবারে পাকিস্তান নৌবাহিনীর এক গাড়িতে গুলি করে তিন সৈনিককে হত্যা করা হয়েছে। অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তানে হামলার ঘটনা বেড়েই চলেছে। এতে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যর্থতা স্পষ্ট বোঝা যাচ্ছে। ২০১৬ থেকে চীনাদের লক্ষ্য করে বেলুচিস্তান ও করাচিতে অসংখ্য হামলা হয়েছে। এসব থেকে মনে হচ্ছে প্রতি-গোয়েন্দা কার্যক্রম সঠিকভাবে চলছে না।