ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা প্রধানমন্ত্রীর অনুশাসনের ৮৫ শতাংশপূর্ণ

0
157

তথ্য বিবরণী:
প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি মন্ত্রণালয়কে প্রদত্ত ৩০৬৫ ভূমিহীন পরিবারকে যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্বাসন করার অনুশাসনের ৮৫ শতাংশ পূর্ণ হয়ে গিয়েছে। কিছু দিনের মধ্যে ইবাকি পরিবারকে পুনর্বাসন করা হয়ে যাবে। বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত প্রকল্প সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা সভার সভাপতি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে একথা জানান। ভূমিমন্ত্রী এসময় কর্মকর্তাদেও বলেন, ভূমি মন্ত্রণালয়ের কাজের গতি আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের আরও দক্ষতার সাথে কাজ কওে জনগণের আস্থা ধরে রাখতে হবে। সভায় আরও জানানো হয় আগামী সপ্তাহের মধ্যেই ঢাকার তেজগাঁওয়ে নির্মিতব্য ভূমি ভবন কমপ্লেক্সে কিছু ভূমি অফিসের কার্যক্রম শুরুকরা সম্ভবহবে। এছাড়া প্রতিটি বিভাগে বিভাগীয় ভূমি কমপ্লেক্সও প্রশিক্ষণ ইন্সটিটিউট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করার সিদ্ধান্ত হয়। ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি সংস্কার বোর্ডেও চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ভূমি আপিল বোর্ডেও চেয়ারম্যান উম্মুলহাছনা, ভূমিমন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ ভূমিমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্যদেও মধ্যে সভায় উপস্থিত ছিলেন।