ভুয়া অ্যাকাউন্টের কারণে অতিষ্ঠ তিয়াসা

0
170

টাইমস বিনোদন:
ভুয়া অ্যাকাউন্টের জ¦ালায় অতিষ্ঠ তিয়াসা রায়। ছোট পর্দার আসল-নকল ‘শ্যামা’র গল্প এখন ঘোর বাস্তব অভিনেত্রীর জীবনে। এই নিয়ে ইনস্টাগ্রামে সরব হয়েছেন তিনি। ফেক অ্যাকাউন্টের একের পর এক স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল পেজে। জানিয়েছেন, একটি-দু’টি নয়, এ ভাবেই একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে তাঁর নামে! যত বেশি জনপ্রিয়তা তারকাদের জীবনে ততই চোরা ¯্রােতের মতো ঢুকে পড়ে সোশ্যাল মিডিয়ায় এই কারচুপি। কেউ নিজে প্রতারিত হন। কারও নাম ভাঙিয়ে প্রতারণা করা হয় অন্যান্যের সঙ্গে। হাতেগরম উদাহরণ রাজ চক্রবর্তী, শ্রাবন্তী, অপরাজিতা আঢ্য, রিমঝিম মিত্র। রাজের নাম করে সাধারণ মানুষকে রাতারাতি ছোট বা বড় পর্দায় তারকা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু টাকা আত্মসাৎ করেছে একাধিক ভুয়া অ্যাকাউন্টধারী। সে সমস্ত থামাতে প্রশাসনের দ্বারস্ত হতে হয়েছে পরিচালককে। তিয়াসার সঙ্গে কী হয়েছে? অভিনেত্রীর দাবি, একটা ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করলে আরও দশটা খুলে যায়। এই নিয়ে সুবানের সঙ্গে কথাও হয়েছে জনৈক প্রতারকের। কী বেয়াড়া আবদার! বলে, এরকম তো থাকেই। কিছুদিন চলুক। তারপরে না হয় মুছে দেব! বলতে বলতে উত্তেজিত তিয়াসা, তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে সেটা রাখা না রাখা ঠিক করবে প্রতারক! তিনি শুনে তাজ্জব। এখানেই শেষ নয়, তাঁর তৈরি করা একের পর এক ভিডিয়ো নাকি নিজের নামে চালানোর চেষ্টাও চলছে। এই অপচেষ্টা বন্ধ করতেই বাধ্য হয়ে সোমবার ইনস্টাগ্রামে সেই সমস্ত কথোপকথন, ভুয়া অ্যাকাউন্টের ছবি শেয়ার করেছেন। যাতে অনুরাগীরা বুঝতে পারেন, কোনটা আসল তিয়াসার অ্যাকাউন্ট। কোনটা নকল। পোস্ট শেয়ার হয়েই টনক নড়েছে ‘শ্যামা’ অনুরাগীদের। অন্যায়ের বিরুদ্ধে সরব তাঁরাও। প্রতিবাদ জানিয়েছেন রিমঝিম মিত্র, নীল ভট্টাচার্য-সহ ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র অনেকেই। আনন্দবাজার