ভায়াদোলিদকে হারিয়ে শীর্ষে উঠে এলো রিয়াল

0
243

খুলনাটাইমস স্পোর্টস : বার্সেলোনাকে হটিয়ে অক্টোবরের পর প্রথমবারের মত লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার রিয়াল ভায়াদোলিদকে তাদের মাঠে ১-০ গোলে পরাজিত করে রিয়ালের শীর্ষস্থান নিশ্চিত হয়। আগের দিন ভ্যালেন্সিয়ার কাছে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। সে কারণেই রিয়ালের সামনে সুযোগ ছিল ভায়াদোলিদকে হারিয়ে ১৬ সপ্তাহ পর শীর্ষে উঠে আসার। ম্যাচ শেষের ১২ মিনিট আগে নাচোর গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়। এই জয়ে জিনেদিন জিদানের দল বার্সাকে তিন পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। শনিবার নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে মাস্টেলায় বার্সার ২-০ গোলের জয় নিশ্চিত হলে রিয়ালের সামনে উপরে ওঠার সুযোগ আসে। এর আগে রোববার দিনের শুরুতে লেগানেসের সাথে গোলশূণ্য ড্র করে আরো পিছিয়ে পড়েছিল পঞ্চম স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এখন পরবর্তী লিগ ম্যাচে আগামী শনিবার ১০ পয়েন্ট পিছিয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকোকে আতিথেয়তা দিবে। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রোনাল্ডোর মালিকানাধীন রিয়াল ভায়াদোলিদ এই পরাজয়ে টেবিলের ১৬তম স্থানেই থাকলো। শেষ ১২টি ম্যাচে তারা মাত্র পাঁচটিতে জয়ী হয়ে রেলিগেশন লড়াইয়ে রয়েছে। ম্যাচের শুরুতেই রডরিগোকে দুই পায়ে বাঁধা দেবার অপরাধে ভায়াদোলিদের জোয়াকুইন ফার্নান্দেজ লাল কার্ডের হাত থেকে রক্ষা পান। মাদ্রিদের খেলোয়াড়দের প্রতিবাদ সত্ত্বেও শুধুমাত্র হলুদ কার্ড দেয়া হয়েছে ফার্নান্দেজকে। ক্যাসেমিরোর গোল ভিএরআর এর সহায়তায় অফ-সাইডের কারনে বাতিল হয়ে যায়। রাওল গার্সিয়া ও মাইকেলকে হতাশ করেন রিয়াল গোলরক্ষক থিবাট কুর্তোয়া। দ্বিতীয়ার্ধে মাদ্রিদ কিছুটা আক্রমণাত্মক হয়ে খেলার চেষ্টা করে। ইসকোর ক্রস থেকে করিম বেনজেমার হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর রডরিগো ও বেনজেমার দু’টি প্রচেষ্টা ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি মাদ্রিদের। শেষ পর্যন্ত টনি ক্রুসের ক্রস থেকে নাচোর হেডে ডেডলক ভাঙ্গে গ্যালাকটিকোরা।