ব্রিটেনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ কুমির জব্দ

0
399

অনলাইন ডেস্কঃ
পরিবহনের নিয়ম লঙ্ঘন করায় ব্রিটেনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০টি কুমির জব্দ করা হয়েছে। এক বছর বয়সী এসব কুমির মালয়েশিয়া থেকে ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে নেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার বিবিসি জানায়, ৫০টি কুমির পরিবহনের জন্য পাঁচটি বাক্স ব্যবহার করা হচ্ছিল। কিন্তু প্রতিটি বাক্সে চারটি কুমির রাখার জায়গায় ছিল। শ্বাসরুদ্ধকর অবস্থায় এগুলো মারামারি করছিল।

বর্ডার ফোর্সের মুখপাত্র জানান, কুমিরগুলোর ওপর কোনো মনোযোগ দেওয়া হয়নি। এগুলোর মধ্যে একটি মারাও গেছে।

কেমব্রিজশায়ারে একটি ফার্মে নিয়ে এগুলোকে মাংস খাওয়ানোর কথা ছিল। কিন্তু কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেনজারড স্পেসিস (সিআইটিইএস) নামের ব্রিটিশ সংস্থা এগুলো দেখভাল করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাকি ৪৯টি কুমিরকে তাদের বাসস্থানে পাঠিয়ে দেওয়া হবে।

সিআইটিইএসের প্রধান গ্র্যান্ট মিলার বলেন, ‘এভাবে কুমির পরিবহন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।