ভারতে ২০৬ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়াল, মৃত্যু প্রায় ৫৭ হাজার

0
207

খুলনাটাইমস ডেস্ক: ভারতে ২০৬ দিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। শনিবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ২৯ লাখ ৭৫ হাজার ৭০১। রোববার ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জনে পৌঁছেছে। করোনায় এ পর্যন্ত মোট ৫৬ হাজার ৭০৬ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. হর্ষবর্ধন বলেছেন, সবকিছু ঠিক থাকলে করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের প্রথম টিকা চলতি বছরের শেষে পাওয়া যেতে পারে। রোববার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ২৩৯ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯১২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন হাসপাতাল অথবা হোম আইসোলেশন থেকে করোনা মুক্ত হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬৬৮ জনে। মৃত্যু হার কমে হয়েছে ১.৮৭ শতাংশ। দেশে বর্তমানে সুস্থ হওয়ার হার সামান্য বেড়ে ৭৪.৮৯ শতাংশে পৌঁছেছে। শনিবার এই হার ছিল ৭৪.৬৯ শতাংশ। শনিবার ৮ লাখ ১ হাজার ১৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও শুক্রবার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল ১০ লাখ ২৩ হাজার ৮৭৬ জনের। এ পর্যন্ত মোট ৩ কোটি ৫২ লাখ ৯২ হাজার ২২০ জনের নমুনা পরীক্ষা সম্ভব হয়েছে।