ভারতে শ্মশানের ছাঁদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫

0
191

খুলনা টাইমস :
ভারতের উত্তরপ্রদেশে শ্মশানের ছাঁদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে গাজিয়াবাদ জেলার মুরাদনগরে শ্মশানে বিশ্রাম¯’লে আশ্রয় নিলে ছাঁদ ভেঙে পড়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। রোববারের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এরইমধ্যে ¯’ানীয় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে গণমাধ্যম। তাই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইন্ডিয়ান এক্সপ্রেস জানা”েছ, এক ব্যক্তির মরদেহ পোড়ানো হ”িছল। এমন সময় বৃষ্টি শুরু হলে পরিবার ও আত্মীয়রা বিশ্রাম¯’লে আশ্রয় নেয়। ঠিক তখনই ছাঁদ ধসে পড়ে। হতাহতের উদ্ধারকাজের জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে ডাকা হয়। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার করা হয়। এই ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন। মুখ্যমন্ত্রী পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা করা হয়েছে।