ভারতে করোনায় বাড়ছে ডায়াবেটিক রোগী

0
132

টাইমস ডেস্ক বিদেশ : ভারতে করোনা আক্রান্তদের মধ্যে বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সামনের দিনগুলোতে এ সংখ্যা বড় আকার ধারণ করতে পারে। গণমাধ্যমে চিকিৎকরা বলছেন, নতুন করে ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে প্রায় ১০ শতাংশের বøাড সুগার লেভেল কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডায়েট কিংবা ওষুধেও খুব একটা কাজ হচ্ছে না। এই রোগীরা দীর্ঘ কিংবা স্বল্পমেয়াদে করোনা আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, করোনা চিকিৎসায় প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করায় বাড়ছে ডায়াবেটিক রোগী। এদিকে ইন্দোনেশিয়ায় করোনায় আরও ২ হাজার ৪৮ জনের প্রাণ গেছে। দেশটিতে শনাক্ত ৩২ হাজারের বেশি। ব্রাজিলেও মৃত্যুর মিছিল অব্যাহত। মৃত্যু প্রায় ১ হাজার ২শ’। নতুন শনাক্ত ৩৫ হাজার ২৪৫ জন। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে ৬শ ৫৭ জন। দেশটিতে বেশ কয়েকদিন ধরেই টানা ১ লাখের বেশি শনাক্ত হচ্ছে। রাশিয়ায় করোনায় মারা গেছেন ৭শ ৯২ জন। এছাড়া মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষের। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৯১৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৭৮ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৯৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮ হাজার ৫০৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ২২ হাজার ৩৮২ জনের।