কানাডিয়ান ব্যবসায়ীকে ১১ বছরের কারাদÐ দিয়েছে চীন

0
134

টাইমস ডেস্ক বিদেশ : গুপ্তচর বৃত্তির অভিযোগে কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছর কারাদÐ দিয়েছে চীনের একটি আদালত। বুধবার মাইকেল স্পাভোর নামে ওই ব্যবসায়ীকে কারাদÐাদেশ দেয়া হয়। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আদালত। তবে কারাদÐাদেশ দেয়ার পর তাকে কানাডায় ফেরত পাঠানোর ঘোষণা দেয়া হয়। যদিও কারাভোগের আগে না পরে তাকে পাঠানো হবে সে বিষয়ে জানানো হয়নি। এছাড়া, তাকে ৫০ হাজার ইউয়ান জরিমানাও করা হয়েছে। মূলত বেইজিংভিত্তিক ব্যবসায়ী ছিলেন মাইকেল স্পাভোর। ব্যবসা সংক্রান্ত কাজের জন্য তিনি প্রায়ই উত্তর কোরিয়ায় সফর করতেন। রাষ্ট্রীয় গোপন নথিপত্র বিদেশি প্রতিপক্ষের কাছে হস্তান্তরের অভিযোগে ২০১৯ সালে মাইকেল স্পাভোরকে আটক করে চীনের পুলিশ।