বড় দুর্ঘটনা থেকে বেচেঁ গেলেন বরুণ

0
321

খুলনাটাইমস বিনোদন: বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। সিনেমার প্রয়োজনে সবকিছুই করেন তিনি। শুটিংয়ে শতভাগ উজার করে দেন। বর্তমানে বলিউডের সাড়া জাগানো কুলি নম্বর ওয়ান সিনেমার রিমেকের শুটিং করছেন বরুণ। পুনেতে সিনেমাটির শুটিংয়ে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এই অভিনেতা। মিড-ডে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কুলি নম্বর ওয়ান সিনেমার শুটিংয়ে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করছিলেন বরুণ। একটি দৃশ্যের প্রয়োজনে পাহাড়ে ঝুলন্ত একটি গাড়িতে শট দিতে হয়েছে তাকে। বেশ কয়েকটি ক্লোজ শটের প্রয়োজনে ঝুলন্ত গাড়ির ভেতর থেকেই শট দেন এই অভিনেতা। কিন্তু দৃশ্যটি ধারণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিপত্তি বাধে। এ প্রসঙ্গে একটি সূত্র থেকে জানা যায়- দৃশ্য ধারণ শেষ হওয়ার পরই বরুণ বুঝতে পারেন গাড়ির দরজা খুলছে না। স্টান্ট করার আগে কো-অর্ডিনেটরের সহযোগিতায় বেশ কয়েক বার রিহার্সেল এবং সব রকমের সতর্কতা অবলম্বন করা হয়েছিল। তখন সব ঠিকঠাক ছিল। কিন্তু দৃশ্য ধারণের পর বিপত্তি বাধে। পরবর্তী সময়ে কো-অর্ডিনেটর বেশ কিছুক্ষণ চেষ্টা করে বরুণকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় গাড়ি থেকে বের করে আনেন। সবচেয়ে বড় ব্যাপার হলো, এ সময় গাড়িটি পাহাড়ে ঝুলে ছিল। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে বরুণ পুরো সময় অত্যন্ত শান্ত থেকে সবাইকে সহযোগিতা করেছেন। গোবিন্দ অভিনীত সাড়া জাগানো বলিউড সিনেমা কুলি নম্বর ওয়ান। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে গোবিন্দর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কারিশমা কাপুর। এতে কারিশমার বাবার চরিত্রে অভিনয় করেন কাদের খান। কিছুদিন আগে প্রয়াত হয়েছেন এই অভিনেতা। কারিশমা অভিনীত অন্যতম ব্যবসা সফল সিনেমা এটি। এই সিনেমায় অভিনয়ের জন্য স্টারস্ক্রিন অ্যাওয়ার্ডে বিশেষ জুড়ি পুরস্কার পান গোবিন্দ। রিমেক সিনেমাটিতে বরুণের বিপরীতে দেখা যাবে সারা আলী খানকে। প্রথমটির মতো এই সিনেমাও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান।