ব্রিটেনে লেবার পার্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ

0
300

খুলনাটাইমস বিদেশ : সরকারি সেবাখাতে বরাদ্দ বাড়ানোসহ যোগাযোগ এবং আবাসন সুবিধা বাড়ানোর অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ব্রিটেনের প্রধানবিরোধী দল লেবার পার্টি। এছাড়াও, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ব্রেক্সিট সংকট সমাধানে ছয়মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন করে চুক্তি সইয়ের পাশাপাশি দ্বিতীয় গণভোট আয়োজনর অঙ্গীকারও করা হয় ইশতেহারে। বৃহস্পতিবার, বার্মিংহামে এক অনুষ্ঠানে এ্ই ইশতেহারের বিস্তারিত তুলে ধরেন বিরোধী নেতা জেরেমি করবিন। এসময়, নির্বাচনে জয়ী হলে জলবায়ুর পরিবর্তনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি। দেশে একটি সত্যিকারের পরবর্তনের লক্ষ্যে লেবার পার্টির বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিরোধী নেতা। এদিকে, নিবাচনী ইশতেহার ঘোষণা করলেও, এতে ব্রেক্সিট সংকট সমাধানে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরতে করবিন ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করবিন ছয় মাসের মধ্যে সংকট সমাধানের অঙ্গীকার করলেও, ইশতেহারে সেই কর্মপরিকল্পনার বিস্তারিত নেই বলেও জানান তিনি। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচন।