ব্যাটারি চালিত রিক্সা বন্ধসহ তিন দফা দাবিতে বেবী ট্যাক্সী শ্রমিক ইউনিয়নের নগরীতে মানববন্ধন

0
433

খবর বিজ্ঞপ্তি:
ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করণসহ তিন দফা দাবিতে খুলনা জেলা বেবী ট্যাক্সী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রবিবার বেলা ১১টায় নগরীর ডাকবাংলা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। দাবিগুলো হচ্ছে, নগরীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ, ডাক বাংলা হতে দৌলতপুর পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধ এবং ডাকবাংলা থেকে ফুলতলা পর্যন্ত সিএনজি-মাহেন্দ্রা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে তারা এ কর্মসূচী পালন করে। কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়েজুল ইসলাম টিটো, পরিচালনায় ছিলেন সাঃ সম্পাদক আনোয়ার হোসেন সোনা। বক্তৃতা করেন সহ-সভাপতি শেখ আঃ জব্বার, দৌলতপুর বেবীট্যাক্সী ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি আঃ কাদের হাওলাদার, সাঃ সম্পাদক মামুন গাজী, কামাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম কালু, ফরিদ হোসেনসহ উভয় সংগঠনের সকল নেতৃবৃন্দ। বক্তারা ব্যাটারি চালিত রিক্সা বন্ধকরণে সময় উপযোগি সিদ্ধান্ত গ্রহণ করায় মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ১৫ অক্টোবর নির্ধারিত তারিখে মেয়রের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হোক।