বেজেরডাঙ্গায় আ’লীগ কার্যালয়ে বোমা হামলা, দামোদরে আগুন : আটক ৭

0
620

নিজস্ব প্রতিবেদক : খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮ টা ১৫ মিনিটের এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আশরাফ (৫৫) আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসভবনে রাখা হয়েছে। অপরদিকে ফুলতলার দামোদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পৃথক এ দুটি ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বেজেরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম মোহন জানান, ইউনিয়নের ৬নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন করে ফিরে এসে ৮/১০ জন নেতৃবৃন্দ কার্যালয়ে অবস্থান করছিলেন। এমন সময় বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হয়েছে। নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়। বোমার স্প্রিন্টার হাতে লেগে এক আওয়ামী লীগ নেতা আহত হন। তবে তিনি শঙ্কামুক্ত। ঘটনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বোমার অংশগুলো সংগ্রহ করেছেন। এ ঘটনার জন্য জামায়াত-শিবির দায়ী। তারা ছাড়া এ ঘটনা ঘটানোর সাহস কারো হবে না।
এ ঘটনার পরপর ফুলতলার দামোদর ইউনিয়নের গাড়াখোলা মুক্তশ্বেরী রেলগেট সংলগ্ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সামনে ২০-২৪টি মোটরসাইকেল নিয়ে এসে নেতাকর্মীদের উপর হামলা করা হয়। আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার জন্যও জামায়াতকে দায়ী করেন নেতাকর্মীরা।
এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পরপর দুটি আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বেজেরডাঙ্গার পর দামোদরে হামলা করে কয়েকটি লিফলেট ফেলে যাওয়া হয়। পৃথক এ দুটি ঘটনায় এখন পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ জনকে আটক করা হয়েছে। র‌্যাবের টিম এসে পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে। জড়িতদের গ্রেফতারে এখনও অভিযান চলছে বলে জানান তিনি।