বুধহাটায় চাউল চান্নির পথ বন্দ করে ঘর নির্মাণ

0
510

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় চাউল চান্নির মুখ দখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধহাটা বাজারের মিষ্টি চান্নির মুখে অবৈধ্য দখল উচ্ছেদ করা হলেও চাউল চান্নীর মুখ বন্দ করে অবৈধ্য ভাবে দোকান ঘর নির্মাণ উচ্ছেদ না করায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, বুধহাটা বাজার নিমতলা সংলগ্ন সরকারী চাউল চান্নির প্রবেশ পথ দখল নিয়ে সরকারি জমিতে অবৈধ ঘর নির্মাণ করা হয়েছে। স্থায়ী পাকা ঘর নির্মাণ করে বহাল তবিয়তে ব্যবসা শুরু করায় বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ আলোচনার পাশাপাশি অবৈধ দখলে উৎসাহ সৃষ্টি করছে। এ চান্নিটি নির্মাণের পরে চান্নিতে ক্রেতাদের যাতায়াতের জন্য উত্তর ও দক্ষিণ পাশে পথ রাখা ছিল। কিন্তু পরবর্তীতে বুধহাটা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত দত্ত এবং বাহাদুরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন চান্নির দক্ষিণ পাশের্^র যাতাযাতের পথ বন্দ করে ইটের পাকা দেওয়াল ও টিন সেড দিয়ে ঘর নির্মাণ করে সরকারী জায়গা দখলে নিয়ে অস্থায়ী ভাবে ব্যবসা শুরু করেন। তাদের অবৈধ দখল দেখে বাজারের মধ্যে অন্যান্যরা সরকারী জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেখানে কিনা সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ব্যবসায়ীদের জন্য চান্নিসেড নির্মাণ করেছেন, সেখানে এসকল অবৈধ দখলবাজরা চান্নির যাতাযাতের একদিকের পথ একেবারেই বন্দ করে দিয়ে ঘর নির্মাণ করেছেন। এব্যাপারে অবৈধ দখলদার সুশান্ত দত্ত ও জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের কোন কাগজপত্র নাই। সুযোগ থাকলে কাগজপত্র করে নেবো। এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সাংবাদিকদের জানান, বিষয়টি জানাছিলো না। তবে চান্নির মুখ ও সরকারী সম্পত্তি দখলবাজদের উচ্ছেদ করে অতিদ্রুত দখল মুক্ত করা হবে।