পাইকগাছায় ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ মামলায় আটক ২

0
239

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় অচল সমিতি সচল দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করা মামলায় ২ প্রতারককে সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে এজাহারভুক্ত ৫ আসামীর মধ্যে ৪জন আটক করা হয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে।
জানা গেছে, উপজেলার চাঁদখালী আল-মদিনা ঋণদান ও সঞ্চয় সমিতির মাধ্যমে সদস্য সংগ্রহ করে সঞ্চয় আদায় করা হয়। যাতে এ পর্যন্ত ২০ লক্ষাধিক টাকা আদায় করা হয়েছে। গ্রাহকের টাকা বন্ঠন না করে আত্মসাৎ করে। এ ঘটনায় সদস্য ময়না বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় ৫ জনের নাম উল্লেখপূর্বক মামলা করেন। মামলাটি সিআইডি, খুলনা তদন্ত পূর্বক ৪জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, হাফেজ আবু মুসা, মাওলানা আবু মুসা, নজরুল ইসলাম ও গাউসুল আজম। সমবায় অফিস সূত্রে জানা যায়, ২/৩ বছর পূর্বে এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। তারপরও তারা সমিতি সচল দেখিয়ে অর্থ আদায় অব্যাহত রাখে। এ ব্যাপারে সিআইডির এস,আই ডি.এম রফিকুল ইসলাম জানান, প্রতারণা মামলায় আসামীদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।