বুধহাটায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং

0
692

মইনুল ইসলাম, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার বুধহাটায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় বুধহাটা ইউনিয়ন পরিষদের পক্ষ এই মাইকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। “অল্প সময়ে সল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” এই শ্লোগানকে সামনে রেখে মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায়, সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিমূলক পোষ্টার ও প্লাকার্ডে সজ্জিত ভ্যানটি ইউনিয়নে মাইকিং যোগে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে প্রচার প্রচারনা চালান। এসময় ইউপি চেয়ারম্যান আ.ব .ম মোছাদ্দেক ইউনিয়নের সকল জনসাধারণকে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত পঁচাত্তর হাজার টাকা মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারী মামলার জন্য থানা কিংবা উচ্চ আদালতে না গিয়ে সুষ্ট সমাধাণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আসার আহ্বান জানান।