বিসিক আয়োজিত ৩দিনের বিজয় মেলা-২০১৯

0
262

তথ্য বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস – ২০১৯ উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) খুলনা, শিল্প সহায়ক কেন্দ্র শিববাড়ী মোড় বিসিক ভবন চত্ত্বরে ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর ৩ (তিন) দিনব্যাপী মুজিববর্ষ’কে সামনে রেখে বিজয় মেলার আয়োজন করে। মেলায় কুটির, ক্ষুদ্র, হস্ত এবং কারুশিল্পর ৩২জন শিল্প উদ্যোক্তা তাঁদের উৎপাদিত শিল্পসামগ্রী নিয়ে প্রদর্শনী এবং বিকিকিনিতে অংশ গ্রহণ করেন।
বুধবার সন্ধ্যা ৭ টায় বিসিকের আঞ্চলিক পরিচালক এর সভাপতিত্বে সমাপনি আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, বিশেষ অতিথি ছিলেন শিল্প উদ্যোক্তা প্রাক্তন অধ্যক্ষ ছাকেরা বানু, বিসিক শিল্পনগরীর কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলাম, মেলার সদস্য সচিব সেখ ওয়ালিউর রহমান সদস্য, এম এনাম আহম্মেদ, শেখ মিজানুর রহমান, ওবায়দুর রহমান, প্রিয়াংকা সরকার, জনাব সঞ্জয় সরকার, ফয়সাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন অরবিন্দ মৃধা সহঃ প্রশাসনিক কর্মকর্তা অনুষ্ঠান উপস্থাপন ছিলেন বিশিষ্ঠ সাংষ্কৃতিক কর্মী কবি এস এম হুসাইন বিল্লাহ।
আলোচনান্তে অংশগ্রহণকারী সকল শিল্পউদ্যোক্তাদের সম্মানসূচক সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানে আবৃতি করেন বিশিষ্ট আবৃতি শিল্পী ডাঃ অধ্যাপক দিদারুল আলম সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী প্রাপ্তি মল্লিক, আলপনা বড়–য়া, অরবিন্দ মৃধা, পরিমল মল্লিক প্রমুখ। এর আগে গত ১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় খুলনা জেলা জেলা প্রশাসক হেলাল হোসেন, বিসিক বিজয় মেলার-২০১৯ উদ্বোধন ঘোষণা করেন।