বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮ লাখ ৭৬ হাজার ছারিয়েছে

0
162

খুলনা টাইমস:
চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৪০ মিনিট পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৬ হাজার ২৪৩ জন। আন্তর্জাতিক জরিপকারী সং¯’া ওয়ার্ল্ডোমিটার এ সংবাদ জানিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অত্যন্ত ছোঁয়াচে কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৮ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২২৬ জন। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ৩৩ লাখ ৯৭ হাজার ৩৪ চিকিৎসাধীন যার মধ্যে ১ লাখ ৮ হাজার ১১১ আশঙ্কাজনক অব¯’ায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৯৪৯ জন সু¯’ হয়ে উঠেছেন। বাংলাদেশে বুধাবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৭ জনে। এ ছাড়া মোট ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বা¯’্য সং¯’া (ডব্লিউএইচও)।