বিল গেটস যুগের পর এখন বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি জেফ বেজস

0
309

অšজার্তিক রিপোর্ট : বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এখন অ্যামাজানের স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী জেফ বেজস।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফোর্বস পত্রিকার করা এ তালিকায় প্রথমবারের মতো শীর্ষ ধনী ব্যক্তি হলেন জেফ বেজস।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে বেজসের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ২শ’ কোটি ডলার। গেলো বছর তার মোট সম্পদের পরিমাণ ছিলো ৪ হাজার কোটি টাকা।

মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস নেমে এসেছেন দ্বিতীয় অবস্থানে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৯ হাজার কোটি ডলার।

অথচ গেলো ২৪ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা ধরে রেখেছিলেন বিল গেটস। তালিকায় ওয়ারেন বাফেটের অবস্থান তৃতীয় এবং পঞ্চম অবস্থানে রয়েছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।