ব্যাটিংয়ে সুবিধা করতে পারলো না বাংলাদেশ

0
282

নিজ¯ পতিবেদক :
নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে হতাশ করলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস হরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে সক্ষম হয় মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী।

ইনিংসের তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপ পড়ে বাংলাদেশ। যে চাপ অব্যাহত থাকে পুরো বিশ ওভার। ওপেনার সৌম্য সরকার (১৪) এবং তামিম ইকবাল (১৫) ফেরার পর দলের হাল ধরতে ব্যর্থ হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তিনি করেন মাত্র ১৮ রান।

একপ্রান্ত আগলে লড়তে থাকেন লিটন দাস। তবে তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র ১ করে বিজয় শংকরের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এরপর সাব্বির রহমানের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন লিটন। ৩৪ রান করে লিটন ফিরে যাবার পর ১৯তম ওভারে সাব্বির আউট হন ৩০ রান করে।

ভারতের হয়ে জয়দেব উনাড়কাট ৩টি এবং ২টি উইকেট তুলে নেন বিজয় শংকর।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৩৯/৮ (লিটন ৩৪, সাব্বির ৩০; জয়দেব ৩/৩৮, বিজয় শংকর ২/৩২)