বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখার শীতবস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

0
82

খবর বিজ্ঞপ্তি:
যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখার উদ্যোগে শুক্রবার বিবেকানন্দ হিউম্যান সেন্টার এবং শোভা ফাউন্ডেশন, লন্ডন, ইউকে-এর সহযোগিতায় সাতক্ষীরা জেলাধীন তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের ভবানীপুর মন্দির ও বারাত দুর্গা মন্দির প্রাঙ্গণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮৬ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে বিবেকানন্দ শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অতঃপর পরিষদের নিজস্ব অর্থায়নে তাদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গায়ত্রী মন্ত্র উচ্চারণের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সমীর কুমার সাধু। ভবানীপুর মন্দিরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের বর্তমান সিনিয়র সহ-সভাপতি দেবেন্দ্রনাথ সাহা এবং বারাত দুর্গা মন্দিরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের বর্তমান সভাপতি সুজিত কুমার মজুমদার। এ অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, প্রভাষক দেবাশিষ দাস, বিশ্বজিৎ নন্দী অপু, প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. অমিত কুমার বসু, সম্পাদকমÐলীর সদস্য ডা. দিপংকর কির্ত্তুনীয়া, বাসুদেব সেন, বিপ্লব কুমার বৈরাগী। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তালা উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র মজুমদার, প্রধান শিক্ষক অসীম কুমার দাস, শিক্ষক কনেক মÐল, শিক্ষিকা ষষ্ঠী রানী দাস, শংকর দাস, বিশ্বনাথ দাস, বাবুলালসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পরিষদের গর্ভনিং বডির সদস্য মুকুন্দ কুমার মÐল।