বিদ্যুৎস্পৃষ্ট হলে কী করবেন?

0
836

অনলাইন ডেস্ক : বিজ্ঞানের অসামান্য অবদান বিদ্যুৎ। বিদ্যুতের কল্যাণেই বদলে গেছে মানবসভ্যতা। বিদ্যুত ছাড়া বর্তমান পৃথিবী অচল হয়ে যাবে। বিদ্যুতের উপকারিতার কথা বলে শেষ করা যাবেনা। আবার কেউ বিদ্যুতস্পৃষ্ট হলে মারাও যেতে পারে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার হার নেহাত কম নয়। তাই দেখে নিই কেউ বিদ্যুৎস্পৃষ্ট কী করতে হবে।

১. বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুৎ অপরিবাহী কোনও বস্তু (যেমন-কাঠের টুকরা, শুকনো বাঁশ, রাবার) দিয়ে সজোরে আঘাত করে সরানোর চেষ্টা করুন। আক্রান্ত ব্যক্তির গায়ে হাত দেবেন না বা তার গায়ে পানি দেবেন না।

২. বিদ্যুতের উৎস বা সংযোগের মেইন সুইচ দ্রুত বন্ধ করতে হবে। তবে তার আগে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুৎ অপরিবাহী কোনও বস্তু দিয়ে আঘাত করে বা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে।

৩. বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। হাতে, পা অসাড় হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে বুকের উপর জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু সচল করুন, হাতে পায়ে মালিশ করে আক্রান্তে শরীরের অসাড় ভাব কাটিয়ে তুলুন।

৪. আক্রান্তকে বিদ্যুৎ মুক্ত করার পর তাকে গরম দুধ ও গরম পানি খাওয়ান। এতে শরীরের রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হবে।

৫. বিদ্যুৎ থেকে মুক্ত করার পর প্রাথমিক শুশ্রুষা করার পর আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।