বিএসটিআই-এর অভিযানে ৩০টি মামলা ও পাঁচ লাখ ১৭ হাজার টাকা জরিমানা

0
420

খবর বিজ্ঞপ্তি:
মানসম্মত পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) খুলনা গত সেপ্টেম্বর মাসে খুলনা মহানগরীসহ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা ও নড়াইল জেলায় ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন অবৈধভাবে পানি উৎপাদানের দায়ে দুইটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন লংঘনের দায়ে ১১টিসহ মোট ১৩টি মামলা দায়ের করে এবং এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করে মামলাগুলো নিষ্পত্তি করে। এ সময় আটটি বিশেষ অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট আদালতে ছয়টি নিয়মিত মামলা দায়ের করে। এছাড়াও সিএমএম ও জুডিসিয়াল আদালতে ১১টি মামলা দায়ের করে তিন লাখ ৪৫ হাজার টাকা জরিমানার মাধ্যমে মামলা নিষ্পত্তি করে।
বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।