বার্সাকে হারিয়ে সুপার কাপের ফাইনালে অ্যাটলেটিকো

0
271

খুলনাটাইমস স্পোর্টস : নাটকীয় ভাবে ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার বিপক্ষে রোমঞ্চকর এক জয় নিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমি-ফাইনালে কাতালান প্রতিপক্ষকে ৩-২ গোলে হারায় তারা। ফলে ফাইনালে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে অ্যাটলেটিকো। খেলা শেষ হবার ৯ মিনিট আগে পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকায় ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনা খেলবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু শ্বাস রুদ্ধকর ম্যাচের শেষ মুহুর্তে পাল্টে যায় সব হিসেব নিকেশ। মাত্র ৫ মিনিটের চমকে রিয়াল ডার্বিতে পরিণত হয়ে গেল কাপের ফাইনাল। আগামী ১২ জানুয়ারি একই মাঠে শিরোপা লড়াইয়ে নামবে মাদ্রিদের ক্লাব দুটি। ম্যাচের ৫টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পরপরই প্রথম মিনিটে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা কোকো। ডি বক্সে এ্যাঞ্জেল কোরেয়ার বাড়ানো বল নিয়ন্ত্রনে নিয়ে নিচু শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার (১-০)। এর পর অবশ্য লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রীজম্যানের গোলে ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় বার্সেলোনা। ৫১ মিনিটে মেসির গোলের পর ৬২ মিনিটে গ্রীজম্যান গোল করলে ১-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু শেষ মুহুর্তের জোড়া গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে অ্যাটলেটিকো। ৮১ মিনিটের সময় পেনাল্টি থেকে আলভারো মোরাতা গোল করে মাদ্রিদ জায়ান্টদের সমতায় ফেরানোর পর ৮৬ মিনিটের সময় কোরেয়ার গোলে জয় নিশ্চিত হয় দিয়াগো সিমিওনের শিষ্যদের। ম্যাচে ভিএআর প্রযুক্তিতে অফসাইডের কারণে বাতিল হয়েছে বার্সেলোনার দুটি গোল। একই প্রযুক্তির কারণে অ্যাটলেটিকো বঞ্চিত হয়েছে নিশ্চিত একটি পেনাল্টি থেকে। খেলা শেষে গ্রীজম্যান বলেন,‘ তারা আমাদের চেয়ে বেশী ফাউল করেছে। শেষ পর্যন্ত এর মুল্য দিতে হয়েছে আমাদেরকেই। আমরা সব ক্ষেত্রেই ভুল করেছি। পাস দেয়ায় ভুল করেছি। তারা গোল করার আগে আমি স্যামকে (উমতিতি) পাস দিতে ভুল করেছি। এইসব ছোটখাট ভুলগুলোই আপনাকে ম্যাচে হারিয়ে দিবে, যার ধারাবাহিকতায় হাতছাড়া হয় একটি লীগ, একটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা।’ বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেন, ম্যাচ যখন ২-২ গোলের সমতায় চলে আসে তখন আমরা বুঝতেও পারলামনা কিভাবে নিজেদের এমন অবস্থায় ধরে রাখতে হয়।’ জয়ের লক্ষ্যেই মেসি, গ্রীজম্যান ও লুইস সুয়ারেজকে অন্তর্ভুক্ত করে শক্তিশালী স্কোয়াড গড়েছিলেন ভালভার্দে। তার পরও দলের এই ভরাডুবি নিজের অবস্থানকে হুমকীতে ফেলে দিয়েছে। এদিকে বার্সা সুপার স্টার লিওনেল মেসি বৃহস্পতিবার তার দল বার্সা শিশুদের মত খেলেছে বলে অভিযোগ করে বলেন, ‘কয়েক মুহুর্তের জন্য আমরা একেবারেই নিষ্প্রভ হয়ে পড়েছিলাম, এটি খুবই লজ্জার। এ যেন শিশুসুলভ ভুল। এটি একটি বড় বিপর্যয়। বিশেষ করে আমরা দল হিসেবে তাদের চেয়ে সেরা। আমাদেরকে এই ভুলের চরম মুল্য দিতে হল।’