খুবির পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনে পিয়ার রিভিউ শেষে বিশেষজ্ঞ টিমের ট্রেজারারের সাথে বিদায়ী সাক্ষাত

0
415

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে উচ্চশিক্ষার মানোন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনে তিনদিনব্যাপী পিয়ার রিভিউ কার্যক্রম শুক্রবার শেষ হয়েছে। এ উপলক্ষে শ্রীলংকার পিরাডিনিয়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর ড. ই.আর.এন. গুনায়র্ডিনার নেতৃত্বে এক্সটার্নাল পিয়ার রিভিউ (ইপিআর) টিমের সদস্যবৃন্দ একইসাথে সকাল ১১-১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এর সাথে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন এবং এসময় তারা তিন দিনব্যাপী পিয়ার রিভিউকালে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত পর্যবেক্ষণ তুলে ধরেন। ট্রেজারার ইপিআর টিমের সদস্যবৃন্দকে খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের উচ্চ শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরায় তাদের ধন্যবাদ জানান। তাদের পর্যবেক্ষণে তুলে ধরা বিষয়গুলো উপাচার্যকে অবগত করবেন এবং এ ব্যাপারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের পিয়ার রিভিউয়ার টিমের দেশীয় কোয়ালিটি এক্সপার্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. খন্দকার সাইফ উদ্দিন ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ওবায়দুর রহমান, খুবির পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের এসএ কমিটির প্রধান প্রফেসর ড. ফারজানা নাহিদ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, সেলফ এসসেমেন্ট কমিটির সদস্য যথাক্রমে ড. মোঃ রাশেদুর রহমান ও গোষ্ঠ গোপাল বিশ্বাস উপস্থিত ছিলেন।