বারাকপুরে দিনমুজুরের জমি দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ

0
210
বারাকপুরে দিনমুজুরের জমি দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলা বারাকপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বাড়ির সামনের মসজিদে, স্থানিয় বাসিন্দা মোঃ মানিক সরদারের পুত্র দিনমুজুর মোঃ মিজানুর সরদার তার পারিবারিক মালিকানা রাস্তা দখল করে শুধুমাত্র পুর্বশত্রæতার জের ধরে ইটের সলিং এর রাস্তা খুড়ে মসজিদের সিমানা বাড়ানো হচ্ছে ,এমন অভিযোগ করে মিজানুর দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায় , বারাকপুর বাজার বনিক সমিতির সভাপতি নাসির গাজী দিনমুজুর মিজানুরের ওয়ারেশ সুত্রে পাওয়া বাড়িতে প্রবেশের রাস্তা জোরপুর্বক দখল করে নিয়েছে। গত ১২ ফেব্রুয়ারী দখলরের সময় বাধা প্রদান করতে গেলে নাসির গাজী ভুক্তভোগি মিজানুর ও তার পরিবারের সদস্যদের সাথে গালিগালাজ ও প্রাননাশের হুমকি প্রদান করে। ভুক্তভোগি মিজানুর সরদার বলেন এ পথ দিয়ে বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যাতায়ত করে , শুধুমাত্র পুর্ব শত্রæতার কারনে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার এবং আমার পরিবারের সাথে জুলুম করা হচ্ছে। চলাচলের ইটের সলিং এর রাস্তা খুরে সেখানে মসজিদ এর সিমানা বাড়ানোর, এ ব্যাপারে জানতে চাইলে বারাকপুর বাজার বনিক সমিতির সভাপতি নাসির গাজী বলেন আমি কারো জমি দখল করি নাই। আমার নিজের জায়গাতে আমি নির্মান কাজ করাচ্ছি।