বাজেটে খামারীদের প্রণোদনা-পুনর্বাসন প্রকল্প অন্তর্ভুক্তির দাবী পোল্ট্রি শিল্প মালিক সমিতি’র

0
120

নিজস্ব প্রতিবেদক:
২০২১-২২ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কর্তৃক প্রস্তাবিত পোল্ট্রি, ডেইরী, মৎস্যসহ অন্যান্য কৃষক-চাষী-খামারীদের জন্য বিশেষ প্রণোদনা, ভর্তুকী ও পুনর্বাসন প্রকল্পের জন্য সম্পূরক বাজেটে সুনির্দিষ্ট অন্তর্ভুক্তির জোর দাবী করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বিপিআইএ-এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শাহ হাবিবুল হক, সেক্রেটারি জেনারেল ডাঃ মোঃ মনজুর মোরশেদ খান এবং খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, মহাসচিব ও কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক এস এম সোহরাব হোসেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনাকালের দ্বিতীয় বাজেট জীবন-জীবিকার বাজেট। বিশাল আকারের এ বাজেটে কৃষি-শিল্পে ক্ষতিগ্রস্তদের সুযোগ-সুবিধা সহায়তা যথাযথভাবে প্রদান না করলে প্রাণিজ পুষ্টি-আমিষে উৎপাদন ও সরবরাহের চরম ঘাটতি এবং সর্বসাধারণের স্বল্পমূল্যে আমিষের প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেবে। অনেক কর্মজীবী কর্ম হারাবে। উল্লিখিত শিল্পের অবকাঠামোর বিনিয়োগ অলস পড়ে থাকবে। সুতরাং খামারী-চাষীদের প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রীর হস্তÍক্ষেপও কামনা করেন।

খুলনা টাইমস/এমআইআর